প্রস্তুতি যেমনই হোক টাইগারদের বিপক্ষে নিউজিল্যান্ডে এগিয়ে গেছে। কদিন বাদেই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আর বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচ ছিলো কিউইদের জন্য। এখন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।