দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক পাকিস্তান। ৯ উইকেটের বিশাল ব্যবধানে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে লড়াইয়ে ফিরেছে তারা। দক্ষিণ আফ্রিকার ১১০ রানের জবাবে পাকিস্তান ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন সমতা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দল জয় পাবে সিরিজের ট্রফি তাদের হাতেই শোভা পাবে।
পাকিস্তানের এ জয়ে মূলত বোলাররা মূল ভূমিকা পালন করেছে। বিশেষ করে ফাহিম আশরাফ ও সালমান মির্জা। দু’জনে মিলে শিকার করেন সাত উইকেট। ফাহিম আশরাফের শিকার ৪ উইকেট ও সালমান মির্জার শিকার ৩ উইকেট।
বোলারদের দাটে মূলত ম্যাচটি শুরুতেই শেষ হয়ে যায়। ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৬৬ রান। ডেভাল্ড ব্রেভিস ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী তার রান ছিল ২৫।
জবাবে সাহেবজাদা ফারহানা ও সায়েম আইয়ুবের ব্যাটিং সতীর্থদের চোখের শান্তি হয়ে ধরা দিয়েছিল। একের পর এক বল মাঠের বাইরে পাঠিয়ে দলকে সহজ জয় এনে দেন। এ জুটি দলকে জয় এনে দিতে না পারলে জয়টাকে হাতরে নাগালে এনে দিয়েছিলেন। ৫৪ রানের জুটি তাদের। এর মাঝে ফারহান করেছিলেন ২৮ রান। ৭১ রানে অপরাজিত থাকে সায়েম। তার সঙ্গে জুটি বেঁধে বাকি কাজটুকু সেরে ফেলেন সাবেক অধিনায়ক বাবর আজম। মাত্র ১১ রান করেছেন। অপরাজিত এই ১১ রান করার পথে এক কীর্তিও গড়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১১০/১০ (ডেভাল্ড ব্রেভিস ২৫, ডোনোভান ফেরেইরা ১৫; ফাহিম আশরাফ ৪/২৩, সালমান মির্জা ৩/১৪, নাসিম শাহ ২/২৮)।
পাকিস্তান: ১১২/১ (১৩.১ ওভার)। (সাহেবজাদা ফারহানা ২৮, সায়েম আইয়ুব ৭১* ও বাবর আজম ১১*; করবিন বশ ১/১৭)।
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।
