প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। দ্বিতীয় ম্যাচে ভারতের হার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে ভারত। তবে হোবার্টে রবিবার সিরিজের তৃতীয় ম্যাচের জয়ে লড়াইয়ে ফিরেছে সফরকারী ভারত। ৫ উইকেটে জয় পেয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটি।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৮৬ রান করেছিল। জবাবে ভারত ৯ বল হাতে রেখে জয় তুলে নেয়। আগামী ৬ নভেম্বর সিরিজের তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে।
আগে ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। শীর্ষ পাঁচ ব্যাটারের চারজনের মোট সংগ্রহ ছিল মাত্র ১৮ রান। ট্রাভিস হেড (৬), মিচেল মার্শ (১১), জশ ইংলিশ (১) ও মিচের ওয়েন (০) রানে বিদায় নেন। তবে সতীর্থদের এই ব্যর্থতা অনেকটা পুষিয়ে দেন টিম ডেভিড। ৩৮ বলে করেন ৭৪ রান। আটটটি বাউন্ডারির পাশাপাশি পাঁচটি ছিল ওভার বাউন্ডারি।
শুধু টিম ডেভিড নন, মার্ক স্টয়নিসও খেলেছেন ভয়ঙ্কর এক ইনিংস। ৩৯ বলে ৬৪ রান তার অবদান। আর ম্যাথিউ শর্ট ১৫ বলে ২৬ রান করে দলকে লড়াকু অবস্থানে পৌঁছে দেন।
তবে অস্ট্রেলিয়ার এই স্বস্তি শেষ পর্যন্ত থাকেনি। ভারতের সব ব্যাটারই চমৎকার ব্যাটিং করেছেন। বিশেষ করে শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং ভারতকে জয় এনে দেয়। ২৩ বলে ৪৯ রান করেন তিনি। অধিনায়ক সূর্যকুমার যাদবের অবদান কম নয়। যদিও মাত্র ২৪ রান তার নামের পাশে, তবে এই রান করেছেন মাত্র ১১ বলে।
