আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১১৮ রান । মঙ্গলবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায়। পেসার মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিংয়ে ৩ ওভারে ১১ রানে নেন তিনটি উইকেট। এছাড়া রিশাদ হোসেন ৪ ওভারে ২১ রানে নেন তিন উইকেট।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আয়ারল্যান্ড। অবশেষে ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার শরিফুল ইসলাম। দুর্দান্ত বোলিংয়ে টিম টেক্টরকে সরাসরি বোল্ড করেন তিনি। ১০ বলে ১৭ রান করেন আইরিশ এই ওপেনার।
তবুও পাওয়ার প্লে-তে রানের চাকা থামাতে পারেনি স্বাগতিকরা। ৫.১ ওভারে এক উইকেটে ফিফটি পূর্ণ করে তারা। তবে ষষ্ঠ ওভারে মোস্তাফিজের বলে বোল্ড হয়ে বিদায় নেন হ্যারি টেক্টর। তিনে নেমে ৬ বলে ৫ রান করেন তিনি। পরের ওভারে শেখ মেহেদী ফিরিয়ে দেন লোরকান টাকারকে। ৫ বলে ১ রান করেন তিনি।
এরপর দ্র্রতই আইরিশদের দুই উইকেট তুলে নেন স্পিনার রিশাদ হোসেন। দশম ওভারের শেষ বলে কার্টিস ক্যাম্ফার ৯ রানে বোল্ড আর ১২তম ওভারে ওপেনার পল স্টালিংকে ক্যাচ আউট করেন তিনি। পল ২৭ বলে পাঁচ বাউন্ডারি ও এক ছয়ে ৩৮ রান করেন। ৫ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ তখন ৭৩ রান।
শেষ দিকে মোস্তাফিজ,রিশাদ ও শরিফুলের বোলিং তোপে ১৭.৩ ওভারে দলীয় ১১০ রানে ৮ উইকেট হারায় তারা। রিশাদের বলে গ্যারেথ ডেলানি ১০, শরিফুলের বলে জর্জ ডকরেল ১৯ ও ফিজের বলে মার্ক আদাইর ৮ রান করে বিদায় নেন। শেষ দিকে আইরিশদের আর কেউ সুবিধা করতে পারেনি।
