সিরিজ নির্ধারণী হাইভোল্টেজ লড়াইয়ে বোলিংয়ে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে ব্রিস্টলে ওডিআই সিরিজের শেষ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ লর্ডসের ম্যাচে চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারছেন না। তার পরিবর্তে অধিনায়কত্ব করছেন স্টিভেন স্মিথ। এছাড়া, এই ম্যাচে অস্ট্রেলিয়া অভিষেক করিয়েছে অলরাউন্ডার কুপার কনোলিকে।

অস্ট্রেলিয়ার স্কোয়াডে আরও কিছু পরিবর্তন এসেছে। শন অ্যাবট সিরিজে ব্যর্থ হওয়ায় তাকে বাদ দিয়ে ফেরানো হয়েছে অ্যারন হার্ডিকে। অ্যালেক্স কেয়ারিও জায়গা হারিয়েছেন, তার পরিবর্তে ওপেন করবেন ম্যাথিউ শর্ট।

অন্যদিকে, ইংল্যান্ডও একটি পরিবর্তন করেছে। জোফরা আর্চারকে বিশ্রামে রেখে ওলি স্টোনকে দলে ফিরিয়েছে তারা। অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়েছেন, টস জিতলে তিনিও বোলিং করার সিদ্ধান্ত নিতেন, কারণ দিনের শেষে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট, উইল জ্যাকস, হ্যারি ব্রুক (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, জেকব বেটেল, ব্রাইডন কার্স, ওলি স্টোন, ম্যাথিউ পটস, আদিল রশিদ।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, কুপার কনোলি, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

Exit mobile version