দেয়ালে পিঠ ঠেকে গেছে এবার ঘুরে দাঁড়ানোর পালা। ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জিততে চায় বাংলাদেশ। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু আজ সন্ধ্যা ৬টায়।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ঘিরে দুই শিবিরেই উত্তেজনা তুঙ্গে। সিরিজে এগিয়ে থাকা আয়ারল্যান্ড আজ জিতলেই নিশ্চিত করবে সিরিজ জয়। আর বাংলাদেশের জন্য এটি বাঁচা-মরার লড়াই।
প্রথম ম্যাচে ব্যাটে ছন্দ ছিল কেবল তাওহিদ হৃদয়ের। তবে টপ-অর্ডারে বড় ইনিংসের ঘাটতি চোখে পড়েছে। এক কথায় হৃদয় ছাড়া আর কেউ জ্বলে উঠতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং নিয়ে রিতিমতো হতাশ টিম ম্যানেজমেন্ট।
আজ তাই আরও দায়িত্বশীল ব্যাটিংয়ের অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট। শুরুর দিকে দ্রুত রান তুলতে তানজিদ তামিম-পারভেজ হবেন দলের ভরসা।
আর সাইফ-লিটনরা চাইবেন ফর্ম ধরে রাখতে। অভিজ্ঞদের মধ্যে হৃদয়-জাকের আলীরা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বোলিংয়ে নজর থাকবে শরিফুল ও মুস্তাফিজের দিকে। ডেথ ওভারে নিয়ন্ত্রণ আনা এবং শুরুতে ব্রেকথ্রু আদায়-এই দুই জায়গাই আজ বাংলাদেশের প্রধান কাজ।
চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং-বান্ধব হলেও স্পিনাররা মাঝের ওভারে টার্ন এবং বাউন্স পেতে পারেন। অন্যদিকে আয়ারল্যান্ড প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে জিতেছে। পল স্টার্লিং ও বালবির্নির শুরুটা আজ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জর্জ ডকরেল ব্যাট-বল দুই বিভাগেই ম্যাচের সমীকরণ বদলে দিতে পারেন। এছাড়া জশ লিটল ও মার্ক আডায়ারের করা বোলিংই নির্ধারণ করবে বাংলাদেশের টপ অর্ডারের ভবিষ্যৎ।
আবহাওয়া পরিষ্কার, তাই পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। ম্যাচটি হতে পারে উচ্চ স্কোরের, যদি প্রথম ছয় ওভার উভয় দলই সুবিধা নিতে পারে। পাওয়ারপ্লের পারফরম্যান্সই নির্ধারণ করতে পারে ম্যাচের গতি।
সব মিলিয়ে আজকের ম্যাচে আয়ারল্যান্ড স্পষ্ট ফেভারিট! তবে আয়ারল্যান্ড টিমটি কখনোই হাল ছাড়ে না। ফলে চট্টগ্রামে দর্শকরা পেতে পারেন জমজমাট এক টি-টোয়েন্টি লড়াই। এবার দেখে নি এক নজরে বংলাদেশের একাদশ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















