বিপিএলের ১২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার সিলেটে এ ম্যাচে বড় জয় পেয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তামিমের ব্যর্থতার দিনে ৭ উইকেটে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
চার ম্যাচে তিন জয়ে বরিশালের পয়েন্ট ৬। আর টানা পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। আর তিন হারে শুন্য পয়েন্ট নিয়ে তলানিতে সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সিলেট। ১৮.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক আরিফুল হক। এছাড়া রাকিম কর্নওয়াল ১২ বলে ১৮, জর্জ মুন্সি ১৩ বলে ২৮ রান করেন। আর কোন ব্যাটার বরিশালের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। বল হাতে বরিশালের পক্ষে রিশাদ হোসেন ও জাহানদাদ খান তিনটি করে উইকেট নেন। এছাড়া ফাহিম আশরাফ নেন দুটি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১২৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি চ্যাম্পিয়নদের। ওপেনার তামিম শুন্য ও নাজমুল হোসেন শান্ত ৪ রান করে বিদায় নেন। এরপর কাইল মায়ার্স ও তাওহিদ হৃদয় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলেন। তাওহিদ হৃদয় ২৭ বলে আট বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৮ রান করে তানজিম হাসান সাকিবের বলে বিদায় নেন।
১০.২ ওভারে তিন উইকেট হারিয়ে বরিশালের রান তখন ১২২। এরপর জাহানদাদ খানকে সঙ্গে নিয়ে বাকি কাজটা শেষ করেন কাইল মায়ার্স। ৩১ বলে ৫ বাউন্ডারি ও চার ছক্কায় অপরাজিত ৫৯ রান করেন মায়ার্স। এছাড়া জাহানদাদ খান ৪ রান করে অপরাজিত থাকেন। বল হাতে তানজিম হাসান সাকিব নেন দুটি উইকেট।