বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলে টানা দুই ম্যাচেই জয় পেলো রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারানো রংপুর দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে ৩৪ রানে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে ৯ উইকেটে ১২১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সিলেট স্ট্রাইকার্স।
টানা দ্বিতীয় জয় পাওয়া রংপুরের শুরুটা অবশ্য এই ম্যাচে ভালো হয়নি। টপ অর্ডারের তিন ব্যাটার যথাক্রমে অ্যালেক্স হেলস ৬, সাইফ হাসান ৪ ও স্টিভের টেলর ১২ রানে আউট হন।
বিপর্যয়ের মুখে অবিচল ছিলেন পাকিস্তানী ব্যাটার ইফতিখার আহমেদ। শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি। দলটার দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে। এছাড়া খুশদিল শাহ ২১, শেখ মাহেদী হাসান ১৬ রান করেন।
সিলেটের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন রিস টপলি ও সামিউল্লাহ শিনওয়ারি।
জবাবে খেলতে নেমে শুরু থেকেই আসা যাওয়ার মিছিলে যোগ দেয় সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা। ব্যতিক্রম ছিলেন কেবল ওপেনার রনি তালুকদার। তার ৪১, জাকের আলী অনিকের ২৪ ও জাকির হাসানের ১৮ রান ছাড়া আর কোন ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
রংপুরের পক্ষে চার ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন পেসার নাহিদ রানা। মোহাম্মদ সাইফুদ্দিন ও খুশদিল শাহ দুটি করে উইকেট পেয়েছেন। অপর উইকেটটি পেয়েছেন কামরুল ইসলাম।