সিলেটে সিরিজ খেলার পরিকল্পনায় বিসিবি, প্রস্তুতি শুরু টাইগারদের

টানা সিরিজ খেলে কিছুটা বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে বিশ্রামের অবসান ঘটিয়ে আবারও শুরু হচ্ছে ক্রিকেটীয় ব্যস্ততা। সেপ্টেম্বরের এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের প্রস্তুতি হিসেবে আগামী ৬ আগস্ট থেকে ঢাকায় শুরু হচ্ছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প।

আগস্টে ভারতের বিপক্ষে একটি সিরিজের কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে আগামী বছরের জন্য। ফলে ফাঁকা সূচি কাজে লাগিয়ে বিকল্প সিরিজ আয়োজনের পথে হাঁটছে বিসিবি। নেদারল্যান্ডস সিরিজের সময় এখনও চূড়ান্ত না হলেও বিসিবির পরিকল্পনায় রয়েছে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়ানো।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, “৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩ তারিখ…এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে।”

তিনি আরও বলেন, “কোচরা আসার পর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে। আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে। সিলেটে কিছুদিন অনুশীলন করবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডসের সাথে সেখানে সিরিজটা খেলবো।”

তাসকিন আহমেদ ও লিটন দাসের মতো ক্রিকেটাররা সিরিজে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এবং বিসিবি তাতে ইতিবাচক সাড়া দিয়েছে। উইকেট এবং আবহাওয়ার দিক থেকে প্রস্তুতির জন্য সিলেটকেই উপযুক্ত মনে করছে টিম ম্যানেজমেন্ট।

Exit mobile version