টানা দুটি দ্বিপাক্ষিক সিরিজ শেষ করে কিছুদিনের বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে। গেল বুধবার থেকে শুরু হওয়া টাইগারদের অনুশীলন ক্যাম্পের অংশ হিসেবে আজ (রোববার) জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফিটনেস টেস্ট।
সকাল ৬টায় শুরু হওয়া সেশনে দুই ধাপে ক্রিকেটারদের দৌড় প্রতিযোগিতা হয়। প্রথম ধাপে সবার আগে ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি ১৬০০ মিটার শেষ করেছেন মাত্র ৫ মিনিট ৩১ সেকেন্ডে। দ্বিতীয় হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, আর তৃতীয় মুশফিকুর রহিম।
দ্বিতীয় ধাপের দৌড়ে সবার আগে ফিনিশ লাইন ছোঁয় তানজিম হাসান সাকিব। তার সময় লেগেছে ৫ মিনিট ৫৩ সেকেন্ড। এরপর দ্বিতীয় হয়েছেন শাহাদাত হোসেন দিপু এবং তৃতীয় পারভেজ হোসেন ইমন। পুরো ফিটনেস টেস্ট তত্ত্বাবধান করেছেন বিসিবির ট্রেনার নাথান কেলি।
বাংলাদেশ দলের ক্যাম্প চলবে ১৪ আগস্ট পর্যন্ত। এরপর কয়েক দিনের বিরতি নিয়ে ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় ধাপের ক্যাম্প। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে আছেন, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন এবং সাইফ হাসান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















