বেশ কিছুদিন আগেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার সিলেটে শুরু হবে। এরপর শুরুর তারিখ পিছিয়ে যায় এবং গুঞ্জন ওঠে বরাবরের মতো ঢাকা থেকেই বিপিএল শুরু হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ রাতে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে। সূচি অনুসারে ২৬ ডিসেম্বর সিলেট থেকেই মাঠে গড়াবে ১২তম বিপিএল আসর।
এবার বিপিএলে অংশ নিচ্ছে ৬টি দল। ইতোমধ্যেই খেলোয়াড় নিলামের মাধ্যমে দলগুলো স্কোয়াড চূড়ান্ত করেছে। এর দু’দিনের মধ্যেই আসন্ন বিপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি। সবমিলিয়ে ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ফাইনালসহ।
২৬ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে।
আগের আসরগুলোর মতোই প্রতিদিন রাখা হয়েছে দুটি করে ম্যাচ। টানা দুই দিন খেলা হওয়ার পর একদিন করে বিরতি রাখা হয়েছে। প্রয়োজনে বিরতির দিনটাকে ব্যবহার করা হবে ‘রিজার্ভ ডে’ হিসেবে।
শুক্রবারের ম্যাচ দুটি শুরুর সময় যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা। তবে সপ্তাহের বাকি দিনগুলোতে দুই ম্যাচ শুরু সময় যথাক্রমে- বেলা ১টা ও সন্ধ্যা ৬টা। সিলেটে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল যাবে চট্টগ্রামে। সেখানেও অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ।
বিপিএলের সমাপ্তি ঘটবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রাথমিক রাউন্ডের ৬টি ম্যাচ ছাড়াও ৩টি প্লে-অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে এখানে। ২৩ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে ফাইনাল। পরদিনও ব্যবহার করা হবে প্রয়োজনে ‘রিজার্ভ ডে’ হিসেবে।
