বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন একাদশ আসরে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দলে ভিড়িয়েছিলো সিলেট স্ট্রাইকার্স। তবে সম্প্রতি তাকে দল থেকেই বাদ দিয়ে দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তার পরিবর্তে দলের অধিনায়ক হবেন রনি তালুকদার।
আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনায় নীরব থাকায় তার বিরুদ্ধে নানামুখী অভিযোগ উঠেছে ক্রিকেটপ্রেমী ভক্তদের মনে।
এমনকি সিলেট জেলা স্টেডিয়ামের গেইটের সামনে ‘সিলেটের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এক বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে গত অক্টোবরে। সেখানে মাশরাফি বিন মুর্তজার জার্সি ও কুশপুত্তলিকায় আগুন দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বিপিএলে যেন সিলেটের জার্সিতে তাকে খেলতে না দেওয়া হয় এই দাবিতে আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে তখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেছিলেন, মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটার থাকাকালে আমরা তাকে সম্মান করতাম ও ভালবাসতাম। কিন্তু যখন মানুষ দেশের স্বার্থে মাঠে নেমে আসে, তখন মাশরাফি আমাদের পক্ষে থাকেননি। তিনি ফ্যাসিস্টদের সহযোগী হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান করেছেন। দেশের মানুষ তাকে ভালবাসতো, কিন্তু তিনি ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে ও ফ্যাসিস্টদের পক্ষ নিয়েছে।
এত সকল টানাপোড়েনের মধ্যেই সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্ব ও এমনকি দল থেকেই বাদ দিয়ে দেয়া হয়েছে।