বিপিএলের নিলাম ঘিরে যখন সবার চোখ ছিল বড় দলগুলোর দিকে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে উঠে এল একেবারে নতুন নাম নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে নাম লিখিয়েই দলটি নজর কাড়ে নিলাম টেবিলে। আর নিলাম শেষে সবচেয়ে আলোচ্য প্রশ্ন ছিল, অভিষেক মৌসুমে দলটির নেতৃত্বে কে থাকছেন?দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন তাঁর পছন্দ, তাঁর পরিকল্পনা আর সোজাসাপটা বললেন, সৌম্য সরকারই তাঁর প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে।
সুজন বলেন,
‘আমি চাই সৌম্য ক্যাপ্টেন্সি করুক, যদি ও চাপ নিতে চায়। সব প্লেয়ার নেতৃত্বের বাড়তি চাপ নিতে রাজি হয় না। কিন্তু আমার কাছে সৌম্যই সঠিক অপশন।’
শ্রীলঙ্কান তারকা কুশল মেন্ডিস দলে থাকলেও কেন তাঁকে নয় এ নিয়েও স্পষ্ট জবাব দিলেন সুজন।
‘লোকাল লিডারশিপই দলের জন্য ভালো। বিদেশিরা কয় ম্যাচ খেলেই চলে যাবে, তখন আবার নতুন ক্যাপ্টেন বসাতে হবে। আমি লম্বা সময়ের নেতৃত্ব চাই।’
রাইজিং স্টারস এশিয়া কাপে ঝলক দেখানো হাবিবুর রহমান সোহান নিয়েও বিশেষ পরিকল্পনা আছে কোচের। চান তাকে সম্পূর্ণ স্বাধীনতায় খেলাতে।
‘সোহান তো পকেট ডায়নামো, মারবেই। চার্লস, সৌম্য, কুশল ওদের ওপর খেলা গড়ার দায়িত্ব থাকবে। আমি চাই না সোহান কোনো চাপ পাক।’
নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস
নিলাম থেকে:
জাকের আলি অনিক (৩৫ লাখ), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দিপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), মেহেদি হাসান রানা (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলি (২৫ হাজার ডলার)
অভিষেকেই নোয়াখালীর লক্ষ্য পরিষ্কার। স্থানীয় নেতৃত্ব, সাহসী ব্যাটিং আর স্থিতিশীল স্কোয়াড। এখন মাঠে তারা কতটা চমক দেখাতে পারে, সেটাই দেখার অপেক্ষা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















