সুপার এইটে ওঠার লক্ষ্যে রাতে ওমানের মুখোমুখি স্কটল্যান্ড

চলতি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ওমানের। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে সুপার ওভারে হারের পর দ্বিতীয় ম্যাচে তাঁরা হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে স্কটল্যান্ড এবারের বিশ্বকাপ শুরু করেছে দাপুটে ব্যাটিং দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচটি পরিত্যাক্ত হলেও পরে নামিবিয়াকে পাঁচ উইকেটে হারায় স্কটিশরা। আজ মুখোমুখি হচ্ছে এই দুই দল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত ১১টায়।

তিন পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ ‘বি’-এর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে স্কটল্যান্ড। অন্যদিকে টেবিলের তলানিতে ওমান। টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সুপার এইটে ওঠার সম্ভাবনা প্রায় শেষ তাঁদের। তবে আজ ওমানকে হারাতে পারলে স্কটল্যান্ডের জন্য সুপার এইটে ওঠার সম্ভাবনা তৈরী হতে পারে।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে লড়াই করেছে স্কটল্যান্ড ও ওমান। যেখানে সব ম্যাচেই জয় স্কটিশদের। দুই দল সর্বশেষ মুখোমুখি হয় ২০২১ সালে।

Exit mobile version