এবারের বিশ্বকাপ এখনও জমেনি বলে যারা হাহুতাশ করছিলেন তারা নিশ্চয়ই এবার নড়েচেড়ে বসবেন। শিরোপার অন্যতম দাবীদার হিসেবে বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তানকে সুভার ওভারে পাঁচ রানে হারিয়ে পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিলো স্বাগতিক যুক্তরাষ্ট্র।
২০১০ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো, একজন প্রযুক্তিবীদ হিসেবে ক্যারিয়ার গড়া ও পার্টাইম ক্রিকেটার সৌরভ নেত্রভালকরের করা সুপার ওভারে জয় নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের। প্রয়োজনীয় ১৯ রান সংগ্রহ করতে পারেনি পাকিস্তানের দুই ব্যাটার রিজওয়ান ও শাদাব।
টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নামা যুক্তরাষ্ট্রের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৫৯ রান। ফলে খেলা গড়ায় সুপার ওভারে।
মোহাম্মদ আমীরের করা ওভারটিতে ১৮ রান তুলে নেয় যুক্তরাষ্ট্র। সুপার ওভারে আমির তিনটি ওয়াইড দিয়েছেন এবং প্রতিবারই যুক্তরাষ্ট্রের দুই ব্যাটার প্রান্ত বদল করে একটি করে অতিরিক্ত রান নিয়েছেন। আবার শেষ ওয়াইড বলটিতে ওভার থ্রো করে আরও একটি অতিরিক্ত রান দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
এর আগে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে তিন উইকেট হারােনো পাকিস্তানকে ভরসা দেন অধিনায়ক বাবর আজম ও শাদাব খান। এছাড়া ইফতিখার আহমেদের পর ১৬ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন শাহিন শাহ আফ্রিদি।
বাবর ব্যক্তিগত সর্বোচ্চ ৪৪ ও শাদাব খান দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন। শাহিন আফ্রিদির অপরাজিত ২৩ রান ছিলো এক বাউন্ডারির বিপরীতে দু’টি ছক্কার মার। ১৪ বল খেলা ইফতিখারের ব্যাটে আসে ১৮ রান।
যুক্তরাষ্ট্রের পক্ষে চার ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন নশতুষ কেনজিগে। এছাড়া ১৮ রানে দুই উইকেট তুলে নিয়েছেন সৌরভ নরেশ নেত্রভালকর।
১৬০ রানের টার্গেটে খেলতে নামা যুক্তরাষ্ট্রকে শুরু থেকেই কাঙ্খিত লক্ষ্যে রেখেছিলেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, আন্দ্রেস গাউস ও অ্যারোন জোন্সরা।
দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারানো যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় উইকেটে ১০৪ রানে নিয়ে যাওয়ার পর আউট হন গাউস। ৩৭ বলে ৫০ রান অধিনায়ক প্যাটেল ব্যক্তিগত সংগ্রহটাকে আর বাড়াতে পারেননি। অবশ্য নীতিশ কুমারকে সাথে নিয়ে অ্যারন জোন্স যুক্তরাষ্ট্রকে কাঙ্খিত লক্ষ্যে রেখেছেন।
শেষ ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিলো ১৫ রান। হারিস রউফের করা ওভারটিতে ১৪ রান তুলে নেন জোন্স ও নীতিশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















