টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন ভারতীয় পাওয়ার হিটার সূর্যকুমার যাদব। মাঠের চারিদিকে সাবলীল হিটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকান লিজেন্ড এবি ডি ভিলিয়ার্সের উপাধী মিস্টার ‘৩৬০ ডিগ্রি’ বসানো হয় তাঁর নামের পাশেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করা এই ক্রিকেটার ব্যাটিংয়ে নিজের জাত চিনিয়েছেন। আর তাইতো ‘নিউ ইউনিভার্স বস’ তকমাও জুড়ে গেলো এই ডানহাতি ব্যাটারের সাথে।
বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সূর্যকুমার। ওয়ানডে ভার্সনে ফিকে পারফরম্যান্সে নানা সমালোচনার জন্ম দেয়া এই ব্যাটার ছন্দে ফিরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজেই। প্রথম ম্যাচে ৪২ বলে ৮০ আর দ্বিতীয় ম্যাচে ১০ বলে ১৯ রান করেন এই ৩৩ বছর বয়সী ব্যাটার। এমন বিধ্বংসী খেলার জন্যই ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের সাথে তুলনা করা হচ্ছে তাঁকে। এই উইন্ডিজ গ্রেট অবশ্য যাদবকে নিজের উপাধীর যোগ্য মনে করছেন না।
ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সুখ্যাতি ছড়িয়েছেন গেইল। নিজের সময়টাতে গেইল নাম শুনলেই আৎকে উঠতো প্রতিপক্ষ বোলাররা। মারকুটে ব্যাটিংয়ের জন্যই ‘ইউনিভার্স বস’ ডাকা হয় তাঁকে। সূর্যকুমারকে তাঁর উপাধী দেয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে গেইল বলেন, ‘না, পৃথিবীতে অন্য কোনো গেইল নেই। আর কোনো গেইল আসবেও না। কখনোই না। ইউনিভার্স বস একজনই থাকবে, শুধুই একজন।’
এই ক্যারিবিয়ান লিজেন্ডের অবশ্য ভারতীয় পাওয়ার হিটারদের মাঝে রোহিত শর্মাকে পছন্দ। ভারতীয় অধিনায়ককে নিয়ে গেইল বলেন, ‘আমি তার আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। যে ব্যাটাররা বোলারদের বিধ্বস্ত করার মানসিকতা রাখে, আমি তাদের পছন্দ করি। আর তাদের মধ্যে রোহিত অন্যতম।’