চলতি বছরের এপ্রিলে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন পাকিস্তানের ইমাম উল হক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩ রান আউট হওয়ার পর পরের ম্যাচে ১ রানে রিটায়ার্ড হার্ট। এরপর থেকে দলের বাইরে। এশিয়া কাপের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি। সেই ক্ষোভটা যেন ব্যাট হাতে ঝাড়ছেন এই ব্যাটার। ঝড় তুলছেন ইংল্যান্ডে।
কাউন্টি ওয়ানডে কাপে একবারে শেষ সময়ে ইয়র্কশায়ারে বদলি খেলোয়াড় হিসেবে ডাক পান ইমাম। তারপর থেকে ঝড় তুলে চলেছেন। পাকিস্তানের এই ওপেনার গ্রুপ পর্ব শেষ করেছেন ৫৮৩ রান নিয়ে। গড় রান ৯৭.১৬। সাত ইনিংসে রয়েছে তিনটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।
শুরু থেকেই দলের ব্যাটিং লাইন আপের মূল নায়ক হয়ে ওঠেন ইমাম। ৫৫ রানে শুরু, তারপর ১৫৯ রানের ইনিংস। তারপর একে একে ১১৭, ৫৪*, ২২, ১০৬ ও ৭০।
পাকিস্তান দল যখন ওয়ানডেতে বাজে অবস্থায় রয়েছে ইমাম তখন ইংল্যান্ডে এমন ব্যাটিং করে চলেছেন। ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে, গত ১১ ম্যাচের মাঝে জিতেছে মাত্র দুই ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















