সেঞ্চুরিয়ান রাচিন মিলিয়ে দিলেন শচিন ও রাহুল দ্রাবিড়কে

২০১৯ বিশ্বকাপের সেই টানটান উত্তেজনার ফাইনালের পর ২০২৩ বিশ্বকাপের প্রথম ম্যাচেই আবার দেখা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। কে জানতো ম্যাচটা একপেশে করে জিতে নেবে নিউজিল্যান্ড? তবে নিজেকে চিনিয়ে নেওয়ার মঞ্চটা দারুণভাবে বেছে নিয়েছেন রাচিন রবীন্দ্র।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের অসাধারণ ইনিংসে সবাইকে মুগ্ধ করেছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। নামটা শুনেই হুট করেই যে কেউ বলে দিবে এটা ভারতীয় কারো নাম। হ্যাঁ রাচিনের বাবা ও মা ভারতীয়। দুজনই নিউজিল্যান্ডে আছেন রাচিনের জন্মের আগে থেকেই। বিষয় সেটা না। রাচিন রবীন্দ্রের নাম নিয়েও আছে ক্রিকেট। রাচিন নামটার সাথে কি কোনো মিল পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শচিনের সাথে মেলে খানিকটা। ঘটনা সেটাই। তবে এখানে শচিন টেনডুলকারের পাশাপাশি আছেন রাহুল দ্রাবিঢ়ও।

রাচিন রবীন্দ্রর বাবা রবি কৃঞ্ষমূর্তি মারাত্বক ক্রিকেটভক্ত মানুষ। ৯০ এর দশকে ভারতে থাকতে ভদ্রলোক কলেজ লেভেলে বেঙ্গালুরুতে ক্রিকেটও খেলেছেন। ছেলের জন্মের পর তিনি ওর নাম রাখলেন রাচিন। এখানে রা এসেছে রাহুল দ্রাবিঢ়ের রা থেকে এবং চিন এসেছে শচিন থেকে। রবি একজন সফটওয়্যার আর্কিটেক্ট। স্ত্রী দীপাকে নিয়ে নিউজিল্যান্ডেই গড়েছেন সংসার। আর ছেলেকে করেছেন ক্রিকেটার। ২০১৬ ও ২০১৮ দুটি অনুর্ধ ১৯ বিশ্বকাপ দিয়ে নিজেকে চিনিয়েছেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দারুণ নজর কেড়ে ২০২১ সালে টি টোয়েন্টি জাতীয় দলে সুযোগ পান তিনি। এখন পর্যন্ত ব্ল্যাক ক্যাপসের হয়ে তিনটি টেস্ট, ১৩টি ওয়ানডে ও ১৮ টি টি টোয়েন্টি খেলেছেন এই বা হাতি ব্যাটসম্যান।

Exit mobile version