সেঞ্চুরির ম্যাচেই বড় শাস্তি! তিনবার নিয়ম ভেঙে জরিমানা পান্তের

আইপিএল ২০২৫-এ একদিকে যখন ফিরেছেন নিজের সেরা ছন্দে, অন্যদিকে পেলেন বড় শাস্তি—এ যেন ঋষভ পান্তের এক ম্যাচে দুই চেহারা। বেঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত মন্থর ওভার রেটের দায়ে বড় অঙ্কের জরিমানায় পড়তে হলো লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ককে।

লখনৌর হয়ে ২২৭ রানের বিশাল সংগ্রহে পান্তের অবদান ছিল ১১৮ রান। অনেকদিন পর বড় ইনিংসে ফিরেই দলের ভরসা হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ম্যাচ শেষে দেখা যায়, ওভার সম্পন্ন করতে দেরি করেছেন পান্ত। এবারের আসরে এ নিয়ে তৃতীয়বার একই ভুল করলেন তিনি। ফলে ৩০ লাখ রুপি জরিমানার পাশাপাশি, দলের বাকি ১১ জন খেলোয়াড়কেও ১২ লাখ রুপি করে জরিমানা গুণতে হচ্ছে।

আগের নিয়মে তিনবার স্লো ওভার রেটের অপরাধে ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হতো। যেমন গত আসরে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া সেই শাস্তির মুখে পড়েছিলেন। তবে ২০২৫ আসরে আইপিএল প্রশাসন নিয়ম কিছুটা নমনীয় করেছে। নতুন নিয়মে স্লো ওভার রেটের জন্য এখন দেওয়া হচ্ছে ডিমেরিট পয়েন্ট, যা ভবিষ্যতের জন্য বিপদের ইঙ্গিত।

নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে এবং সেই অনুযায়ী ডিমেরিট পয়েন্ট সংযোজিত হবে। একবার চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে তখন ম্যাচ রেফারি চাইলে ম্যাচ নিষেধাজ্ঞাও আরোপ করতে পারেন। অর্থাৎ, ভবিষ্যতে এমন ঘটনা আবার ঘটলে পান্ত হয়তো নিষিদ্ধও হতে পারেন।

Exit mobile version