ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে মোহামেডানর স্পোর্টিং ক্লাব। বুধবার বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭৪ রানে হারায় মোহামেডান। এ জয়ের ফলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শিরোপার রেসে টিকে আছে মোহামেডান। সমান খেলায় অগ্রণী ব্যাংকের পয়েন্ট ১২।
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৭ রান তোলে মোহামেডান। দলের পক্ষে ওপেনার রনি তালুকদার ৪৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৬৪ রান করে বিদায় নেন। এরপর তাওহিদ হৃদয় ৪২ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৬ রান করে ফেরেন। তবে মুশফিকুর রহিম অপরাজিত ৭৫ রান করেন। এছাড়া মিরাজ ১৮ ও সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ১২ রান। বল হাতে আগ্রণী ব্যাংকের পক্ষে আরিফ আহমেদ তিনটি উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৭.২ ওভারে ২১৩ রানে গুটি যায় অগ্রণী ব্যাংক। দলের পক্ষে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেনি অমিত হাসান। ১২৩ বলে সাত বাউন্ডারি ও এক ছক্কায় ১০৫ রান করেন। এছাড়া অধিনায়ক মার্শাল আইয়্যূব ৩৭ রান করেন। এছাড়া আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি।
বল হাতে মোহামেডানের পক্ষে পেসার এবাদত হোসেন ৯ ওভারে ৩৪ রান দিয়ে একাই নেন তিন উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৮.২ ওভারে ৩৬ রানে তিনটি। নাঈম আহমেদ ও তাইজুল নেন দুটি করে উইকেট।