ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পঞ্চম রাউন্ডের শেষদিনে রোববার আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। যেখানে বড় জয় পেয়েছে নুরুল হাসান সোহানের দল। সেঞ্চুরি করে ম্যাচ হয়েছেন নুরুল হাসান সোহান।
ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে সোহানের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে ধানমন্ডি। অধিনায়ক সোহান অপরাজিত ছিলেন ১৩২ রান করে। এ ছাড়া হাবিবুর রহমান সোহান করেন ৪৫ রান। অন্যদিকে, শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নিয়েছেন রায়ান রাফসান আহমেদ।
জবাবে বড় লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে রায়ান রাফসানের নেতৃত্বাধীন দলটি ১৮০ রানেই অলআউট হয়। ৯৭ রানের জয়ের দিনে ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্পিনার সানজামুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
ধানমন্ডি ৫০ ওভারে ২৭৭/৯
শাইনপুকুর ৪৫.৩ ওভারে ১৮০/১০
ধানমন্ডি ৯৭ রানে জয়ী
ম্যাচ সেরা সোহান
রান ১৩২ অপরাজিত
বল ১৩১
চার ১৩
ছয় ৪