বিপিএলের নিলাম গতকাল (রোববার) শুরুতেই অস্বস্তির মুহূর্ত তৈরি হয় যখন তৃতীয় ডাকেই ওঠে মাহমুদউল্লাহ রিয়াদের নাম, আর ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই হাত তোলে না। প্রথম ডাকে অবিক্রিত থাকা রিয়াদকে শেষ সময়ে দলে নেয় রংপুর রাইডার্স। একইভাবে প্রথমে কোনো আগ্রহ না পাওয়া মুশফিকুর রহিমকে পরে দলে ভেড়ায় রাজশাহী ওয়ারিয়র্স। নিলাম শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, সিনিয়রদের অভিজ্ঞতা তাদের স্কোয়াডে বাড়তি শক্তি যোগ করবে।
তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে সিনিয়র অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ভাইও রয়েছেন। কম্বিনেশনটা দারুণভাবে মিলবে বলে মনে হচ্ছে। এটা স্বস্তিরও বিষয়, কারণ দলে একজন সিনিয়র থাকাটা অনেক গুরুত্ব রাখে।’
রিয়াদের সঙ্গে আবারও একই দলে খেলতে পারার অনুভূতি জানাতে গিয়ে সোহান বলেন, ‘আমি সত্যিই খুশি এবং রোমাঞ্চিত। কারণ ফার্স্ট ক্লাস বা প্রিমিয়ার লিগ, সবই আমরা একসাথে বহু খেলেছি। তার সঙ্গে একই দলে থাকা সত্যিই ভালো লাগার।’
এদিকে মুশফিককে দলে নেওয়ায় রাজশাহীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সোহান বলেন, ‘মুশফিক ভাই, রিয়াদ ভাই বা আমাদের অন্য সিনিয়ররা বাংলাদেশের ক্রিকেটকে এক ধাপ থেকে আরেক ধাপে তুলেছেন। রংপুর ম্যানেজমেন্ট এটা মাথায় রেখেছিল। রাজশাহীকেও ধন্যবাদ, তারাও একই ভাবনায় মুশফিক ভাইকে নিয়েছে। সুযোগ থাকলে দু’জনকেই আমরা নিতে চাইতাম। তবুও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, মাঠে আমরা আবার একসাথে খেলব।’
নিলাম শুরুর ধাক্কা ভুলিয়ে দিয়েছে শেষ মুহূর্তের সিদ্ধান্ত; দু’সিনিয়রকেই আবার দেখা যাবে বিপিএলে নতুন দায়িত্বে, নতুন রঙে।
