বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় যে নামগুলো, তাদের মধ্যে উপরের দিকেই থাকবে জাতীয় দলের দুই তারকা সৌম্য সরকার ও হাসান মাহমুদ। নিলাম শুরু হওয়ার আগেই নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস এই দুজনকে সরাসরি চুক্তিতে দলে টেনে নিয়েছে, যা ঘিরে জমে উঠেছে পুরো ক্রিকেটপাড়া।
দীর্ঘ বিরতির পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরছে বিপিএল। আগের পরিকল্পনায় ৫ দল থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হওয়া নোয়াখালীর দল এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মালিকানা পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা স্পষ্ট করে দিয়েছে যে তাদের লক্ষ্য শক্তিশালী ও প্রতিযোগিতামূলক স্কোয়াড তৈরি করা। আর সেই লক্ষ্যেই প্রথম প্রহরেই তারা হাত বাড়িয়েছে জাতীয় দলে নিয়মিত আলো ছড়ানো দুই ক্রিকেটারের দিকে।
গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলা সৌম্য সরকার ছিলেন ব্যাটিং অর্ডারের এক গুরুত্বপূর্ণ সদস্য। নতুন মৌসুমে নোয়াখালীর জার্সিতে তাকে পাওয়া দলটির টপ অর্ডার শক্তির অন্যতম নির্ভরতা হয়ে উঠছে। অন্যদিকে খুলনা টাইটান্সের গত আসরের পেসার হাসান মাহমুদ ছিলেন উইকেট নেওয়ার অস্ত্র। তরুণ এই ফাস্ট বোলারকে দলে পাওয়ায় নোয়াখালীর বোলিং আক্রমণ আরও ভারসাম্যপূর্ণ হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
দল গোছানোর কাজটি পরিচালনা করছেন অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজন, যাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সুজনের অধীনে সৌম্য ও হাসান এই দুই জাতীয় দলের তারকা এবার নিজেদের নতুনভাবে মেলে ধরার সুযোগ পাচ্ছেন।
শুধু স্থানীয় তারকারাই নয়, বিদেশি কোটাতেও তারা টার্গেট করেছে পরীক্ষিত খেলোয়াড়দের। টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি ব্যাটার জনসন চার্লসকে দলে ভেড়ানোর প্রক্রিয়া চলছে নোয়াখালীর। সব মিলিয়ে নতুন ফ্র্যাঞ্চাইজির প্রথম মৌসুমটাই যেন আশায় রাঙা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















