কোন দলের হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি এই নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সেরা ব্যাটার আর সেরা বোলারই বা কে হবে এই নিয়ে চলছে নানা আলোচনা। খ্যাতিমান তারকাদের অনেকেই তাদের সমীকরণ দিচ্ছেন। এই তালিকায় এবার যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন।
সাবেক এই গতি তারকার কাছে জানতে চাওয়া হয়েছিলো এবারের বিশ্বকাপে তার চোখে সেরা ৫ পেসার কে কে? এই প্রশ্নের উত্তরে ৫ দেশের ৫ জনের নাম বলেছেন স্টেইন। ভারতের মোহাম্মদ সিরাজ, পাকিস্তানের শাহিন আফ্রিদি, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট আর ইংল্যান্ডের মার্ক উডের সঙ্গে সেরা পাঁচে নিজের দেশের ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে রেখেছেন স্টেইন।
এই পাঁচজনের মধ্যে দক্ষতার হিসেব করলে সবচেয়ে অভিজ্ঞ বোল্ট। ১০৪টি ওয়ানডে খেলে ২৩.৫৬ গড়ে তাঁর উইকেট ১৯৭টি। দ্বিতীয় সর্বোচ্চ ৯২টি ওয়ানডে খেলেছেন কাগিসো রাবাদা। ২৭.৭৫ গড়ে তিনি নিয়েছেন ১৪৪ উইকেট। আর ইংল্যান্ডের ফাস্ট বোলার উড ৫৯টি ওয়ানডে খেলে ৩৭.৮৮ গড়ে নিয়েছেন ৭১ উইকেট।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ।