স্পিনে কাবু বাংলাদেশের টপ অর্ডার

সিলেটের মতো ঢাকা টেস্টেও টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু টস ভাগ্য সুপ্রসন্ন হলেও দলের টপ অর্ডার ব্যাটাররা যোগ দিয়েছেন আসা যাওয়ার মিছিলে। ২০ ওভারের মধ্যে ৪ ব্যাটার দর্শক বনে গেছেন। ৪৭ রানে ফিরেছেন জাকির, জয়, মমিনুল ও শান্ত।

মাত্র ১০ ওভারের মধ্যে এই ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ। দিনের প্রথম ১০ ওভার বাংলাদেশের উইকেট অক্ষত ছিল। রানের গতি ধীর থাকলেও এ সময়ে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি। কিন্তু স্পিনাররা বল হাতে নিতেই বাংলাদেশের ব্যাটাররা অসহায় আত্মসমর্পন করে। দুই স্লো বোলার এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার দুটো করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশের আউট হওয়া চার ব্যাটার হলেন মাহমুদুল হাসান জয় (১৪), জাকির হাসান (৮), নাজমুল হোসেন শান্ত (৯) ও মমিনুল হক (৫)। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (৯) ও শাহাদাত হোসেন (০)।

টস জয়ের পর বাংলাদেশের শুরুটা ছিল খুবই ধীর গতির। ৭ ওভার শেষে স্কোর বোর্ডে রান ছিল ৮। দুই পেসারের সামনে অসহায় হয়ে পড়েছিল দুই ওপেনার। পেসাররা সরতেই রানের চাকা ঘুরতে শুরু করে। একই সঙ্গে উইকেটের পতনও শুরু।

Exit mobile version