স্পিন ফাঁদে আটকা বাংলাদেশ অলআউট ১৭২ রানে

মিরপুরের উইকেট বরাবরই স্পিন বান্ধব। ফলে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরুর আগেই মনে করিয়ে দিয়েছিলেন কিউই অধিনায়ক টিম সাউদি। হলোও তাই। টসজয়ী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং বেছে নিয়েছিলেন। কিন্তু টপ অর্ডার আটকে গেলে সফরকারীদের স্পিনে। ৪৭ রানে চার উইকেট হারানো বাংলাদেশ ১৭২ রান তুলতে পেরেছে লোয়ার অর্ডারে দুটি ত্রিশোর্ধ্ব ইনিংসের কল্যাণে।

এই ম্যাচে হেয়ালি আচরণের বড় উদাহরণ তৈরি করলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ফিল্ডিংয়ে বাধা দেয়ায় ইনিংস সর্বোচ্চ ৩৫ রানে আউট হয়ে যান মুশফিক। টেস্ট ক্রিকেটে অষ্টম ব্যাটার হিসেবে মুশফিক আউট হলেন হাত দিয়ে বল ধরে প্রতিপক্ষের ফিল্ডারদের ফিল্ডিং করতে বাধা দেয়ার ঘটনায়।

মুফফিকের ৩৫ রান ছাড়াও, শাহাদাৎ হোসেন দিপু ৩১, মেহেদি মিরাজ ২০ রান করেন। এছাড়া ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাটে এসেছে ১৪ রান। এর বাইরে দলের আর কোন ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেন নি।

নিউজিল্যান্ডের পক্ষে দুই স্পিনার মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস তিনটি করে উইকেট নিয়েছেন। আরেক স্পিনার এজাজ প্যাটেল নিয়েছেন দুই উইকেট। টিম সাউদির শিকার এক উইকেট।

Exit mobile version