৬৯ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। রোহিত শর্মাদের নিজেদের মাটিতে সাদা পোশাকে হারিয়ে দিয়েছে কিউইরা, যা গত এক যুগেও সম্ভব হয়নি। বেঙ্গালুরু ও পুনেতে ভারতের স্পিনবান্ধব উইকেট পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর, এবার হোয়াইটওয়াশ এড়াতে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ভিন্ন কৌশল নিতে যাচ্ছে ভারত।
শুক্রবার (১ নভেম্বর) শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে ভারতের জয়ের কোনো বিকল্প নেই, কেননা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয় আবশ্যক। সিরিজে পিছিয়ে পড়ায় চাপের মুখে থাকা ভারতের লক্ষ্য এবার স্পোর্টিং পিচে নিউজিল্যান্ডের সঙ্গে টক্কর দেওয়া।
গত পুনে টেস্টে ভারতীয় ব্যাটাররা কিউই স্পিনার মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেলের ঘূর্ণি বোলিংয়ে বেশ সমস্যায় পড়েছিল। স্যান্টনার প্রথম ইনিংসে ৫৩ রানে ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৬ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন। এসব দেখে বোঝা গেছে, রোহিত-কোহলিদের স্পিন খেলার দক্ষতায় ঘাটতি রয়েছে। দল থেকে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ ব্যাটাররা অনুপস্থিত থাকায় চ্যালেঞ্জ আরো বেড়েছে।
এবার ভারতের প্রধান পিচ কিউরেটর আশিস ভৌমিক ও এলিট প্যানেলের পিচ কিউরেটর তাপস চট্টোপাধ্যায় মুম্বাইয়ে গিয়ে স্থানীয় কিউরেটরের সঙ্গে পরামর্শ করেছেন। সূত্র অনুযায়ী, ওয়ানখেড়ের পিচে ঘাস রাখা হবে, যাতে ব্যাট ও বলের লড়াই সমানভাবে হয়। এই কৌশলের মাধ্যমে স্পিন ফাঁদ এড়াতে চাইছে ভারত, এবং দলেও এবার তিন পেসার রাখার সম্ভাবনা রয়েছে।