দীর্ঘ দিন পর ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আগের ম্যাচে উইকেটের দেখা পাওয়া সাকিব এবার রানে ফেরার আভাস দিলেন। ব্যাট হাতে তিন ছক্কায় খেললেন আক্রমণাত্মক ইনিংস।
পরে শরিফুল ইসলামের মতো উইকেট পেলেন অভিজ্ঞ এই বাঁহাতি অলরাউন্ডারও। ফলে টরোন্টো ন্যাশনালসকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলা টাইগার্স মিসিসাগা।
মঙ্গলবার রাতে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রোমাঞ্চকর ম্যাচ ২ রানে জিতেছে সাকিব- শরিফুলদের দল। এদিন ১৬৯ রানের লক্ষ্য দিয়ে টরোন্টোকে ১৬৬ রানে থামিয়ে দিয়েছে তারা। আর ব্যাট হাতে তিন ছক্কায় ১৫ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। পরে ৪ ওভারে ৩০ রানে নেন একটি উইকেট। বাঁহাতি পেসার শরিফুলও নেন এক উইকেট, ৩১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলা টাইগার্স ২৯ ওভারে ১৮৬/৭
টরোন্টো ন্যাশনালস ২০ ওভারে ১৬৬/৭
বাংলা টাইগার্স ২ রানে জয়ী