অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেই ব্যাকফুটে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে অজিদের ৩৮৩ রানের জবাবে ১৭৯ রানেই গুটিয়ে গেছে কিউইদের প্রথম ইনিংস। ২০৪ রানের লিড থাকার পরও স্বাগতিকদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৩ রান।
চার পেসার স্টার্ক, মার্শ, হ্যাজলউড ও অধিনায়ক প্যাট কামিন্সের দাপুটে শুরুর পর স্পিনার নাথান লিওনের মায়াবি ছোবলে নিউজিল্যান্ডের কোন ব্যাটারই উইকেটে এসে থিতু হতে পারেননি।
টপ অর্ডারের পাঁচ ব্যাটারের মধ্যে কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র আউট হয়েছেন শূন্য রানে। দুই ওপেনার টম লাথাম ও উইল ইয়াং আউট হয়েছেন যথাক্রমে ৫ ও ৯ রান করে। ড্যারিল মিচেল ১১ রান করে আউট হয়েছেন।
২৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা নিউজিল্যান্ডের মিডল অর্ডারে উইকেটরক্ষক টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস ষষ্ঠ উইকেটে ৮৪ রানের জুটি গড়ে দলকে দলীয় ১১৩ রানে নিয়ে যান। কিন্তু ৩২তম ওভারেই ৩৩ রান করা টম ব্লান্ডেল এর পর স্কট কুগেলিনকে আউট করেন স্পিনার নাথান লিওন।
অবিচল গ্লেন ফিলিপস এবার জুটি গড়েন ম্যাট হেনরির সাথে। ৪৮ রানের জুটি গড়ে দলকে ১৬১ রানে নিয়ে আউট হওয়ার আগে নামের পাশে যোগ করেন ৭১ রান।
দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করে দলের দশম ব্যাটার হিসেবে হেনরি আউট হলে ১৭৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৮৩ রান করেছিলো। ফলে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে তারা ২০৪ রানের লিড পায়। কিন্তু সুযোগ পেয়েও তারা নিউজিল্যান্ডকে ফলোঅন করায়নি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই প্রথম ওভারেই টিম সাউদির বলে শূন্য রানে আউট হন স্টিভেন স্মিথ। ৫ম ওভারে সাউদির বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন ওয়ানডাউনে খেলতে নামা ২ রান করা মারনাস লাবুশেন।