হংকংয়ে উড়িয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

হংকংয়ের এক ব্যাটসম্যান আউটের পর সতীর্থদের সাথে উল্লাস করছেন অধিনায়ক রশিদ খান।

আবুধাবীতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্বল হংকংয়ে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ পায় আফগানরা। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ৯৪ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় হংকংয়ে।

বড় সংগ্রহ তাড়া করতে নেমে প্রথম দুই ওভারেই দুই উইকেট হারায় হংকং। ইনিংসের দ্বিতীয় বলেই অংশুমান রাঠকে উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজের ক্যাচে পরিণত করেন পেসার ফজলহক ফারুকি। দ্বিতীয় ওভারেই আরেক ওপেনার জিশান আলীকে আউট করেন আজমতউল্লাহ ওমরজাই।

শুরুর ধাক্কা আর পরে সামলে উঠতে পারেনি হংকং। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৯৪ রানে সন্তুষ্ট থেকেছে। দলটার দুইজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। এদের মধ্যে সর্বোচ্চ ৩৯ রান এসেছে ওয়ান ডাউনে খেলতে নামা বাবর হায়াতের ব্যাটে। অধিনায়ক ইয়াসিম মুর্তজার ব্যাটে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান।

আফগানিস্তানের পক্ষে দু’টি করে উইকেট তুলে নিয়েছেন ফজলহক ফারুকি ও গুলবদিন নাইব।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান ৬ উইকেটে ১৮৮ রানের সংগ্রহ পায়। হাফ সেঞ্চুরি করেছেন সেদিকউল্লাহ অটল ও আজমত উল্লাহ ওমরজাই ।

দুর্বল হংকংয়ের বিপক্ষে বড় সংগ্রহ পেলেও আফগানিস্তানের পক্ষে রান পেয়েছেন তিন ব্যাটার ওপেনিংয়ে অটল, মিডল অর্ডারে মোহাম্মদ নবী এবং লোয়ার অর্ডারে ওমরজাই।

সেদিকউল্লাহ অটল ইনিংস সর্বোচ্চ সর্বোচ্চ ৭৩ রান করেন ৫২ বল খেলে। তার ব্যাটে ছিলো ছয় বাউন্ডারি ও তিন ছক্কার মার।

মোহাম্মদ নবী ২৬ বলে করেন ৩৩ রান। তিনি তিন বাউন্ডারির বিপরীতে ছক্কা হাকিয়েছেন একটি।

তবে ২১ বলে ৫৩ রানের ইনিংস খেলা ওমরজাই দুই বাউন্ডারির বিপরীতে ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি। তার স্ট্রাইক রেট ছিলো ২৫২.৩৮।

হংকংয়ের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন আয়ুষ শুক্ল ও কিঞ্চিত শাহ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন আতিক ইকবাল ও এহসান খান।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৮৮/৬
হংকং: ‌২০ ওভারে ৯৪/৯
ফল: আফগানিস্তান ৯৪ রানে জয়ী

Exit mobile version