পাকিস্তানকে হারিয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টের শিরোপা জয় করেছে শ্রীলঙ্কা। ৬ ওভারের এই টুর্নামেন্টে পাকিস্তানকে সহজেই ৩ উইকেটে হারায় দ্বীপ রাষ্ট্রটি।
টস জিতে আগে বোলিং নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাট হাতে নেমে পাকিস্তানের ব্যাটাররা শ্রীলঙ্কার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। ৫.২ ওভারে মাত্র ৭২ রানে অল আউট হয় পাকিস্তান। শ্রীলঙ্কার বোলারদের সামনে ব্যতিক্রম ছিলেন শুধু ওপেনার মোহাম্মদ আখলাক। ২০ বলে ৪৮ রান করেন তিনি। পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। অন্যদের তেমন কোনো অবদান না থাকায় আখলাকের ৪৮ সত্ত্বেও দলের সংগ্রহটা সমৃদ্ধ হয়নি।
আখলাক ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন অধিনায়ক ফাহিম আশরাফ। ৪ বলে ১৩ রান করেন তিনি। অন্য চার ব্যাটারের মোট সংগ্রহ ছিল ৮ রান।
শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ও তারিন্দু দুটো করে উইকেট নেন। নিমেশ ও লিহুরু একটি করে উইকেট নেন।
সান্ধুন বিরাকোদির বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কা সহজেই জয় তুলে নেয়। ১৩ বলে ৩৪ রান করেন তিনি। একটি বাউন্ডারি আর চার ওভার বাউন্ডারিতে তিনি ইনিংসটি সাজিয়েছিলেন। এছাড়া অধিনায়ক লিহুরু মাত্র ৫ বলে ১৯ রান করে দলের জয়কে ত্বরান্বিত করেন। তার সঙ্গে অবশ্য থারিন্দুর অবদান কম নয়। ৪ বলে করেন ১৬ রান।
পাকিস্তানের কোনো বোলারই স্বস্তি পাননি। শ্রীলঙ্কার ব্যাটাররা তাদের নাস্তানাবুদ করে এক ওভার হাতে রেখেই জয় তুলে নেয়।
