ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মে মাসে নিজেদের মাঠে হওয়া ওয়ানডে সিরিজে ইনজুরি আক্রান্ত হয়েছিলেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিদার নাইট। তারপর থেকে দলে নেই তিনি। তবে বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখা দিয়েছে হিদারের। তাকে নিয়েই দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে দলে ডাক পাননি অভিজ্ঞ সীমার কেট ক্রস।
এদিকে ইংল্যান্ডের নির্বাচকরা ব্যাটিং লাইন যথাসম্ভব শক্তিশালী করার চেষ্টা করেছেন। তারই অংশ হিসেবে দলে ফিরেছেন ড্যানি ওয়াট হজ।
দল থেকে বাদ পড়া ক্রসের জন্য বড় এক আঘাত। আগামী অক্টোবরে তার বয়স ৩৪ হবে। পরের বছর ইংল্যান্ডে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। নিজের এ প্রিয় ফরম্যাটে তার সম্ভবত খেলা হবে না। ক্রস বলেন, দল গোষণার মাত্র দুই ঘন্টা আগে আমি জানতে পারি আমি দলে নেই।’
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপের লড়াই। শেষ হবে ২ নভেম্বর।
ইংল্যান্ড দল: এম আর্লট, ট্যামি বিউমন্ট, লরেন বেল, অ্যালিস ক্যাপসে, চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলে, সোফি একলেস্টন, লরেন ফিলার, সারাহ গ্লেন, অ্যামি জোন্স, হিদার নাইট, এমা ল্যাম্প, ন্যাট স্কিভার ব্রান্ট (অধিনায়ক), লিন্সে স্মিথ ও ড্যানি ওয়াট হজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















