সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও পাঁচ ম্যাচের চারটায় হেরে সেই স্বপ্নটা এখন ফিকে হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে মাঠে নামার আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন বাংলাদেশের খুব ভালো সুযোগ আছে।
সেই সাকিবই প্রোটিয়াদের বিপক্ষে হেরে জানালেন সেমি-ফাইনালে খেলা না হলেও টেবিলের পাচ-ছয়ে থেকে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করতে চান তাঁরা। আফগানদের সাথে জিতে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের ম্যাচগুলোতে টানা চার হারে টাইগার দলপতির ঘাড়ে এখন পাহাড়সম চাপ। সেই চাপ থেকে কিছুটা মুক্তি পেতেই হয়তো বিশ্বকাপ চলাকালীন সময়েই দেশে ফিরেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম এই অলরাউন্ডার।
আজ সকালেই ঢাকায় পৌঁছেছেন সাকিব। দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন তিনি। এসেই স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে অনুশীলন করে সময় পার করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
গতকাল মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে আজ কলকাতায় পৌঁছানোর কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগেরদিন ২৭ তারিখ জাতীয় দলের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে সাকিবের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















