আইপিএলে ১৮ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করলেন বিরাট কোহলি। আর সেই মাহেন্দ্রক্ষণে পাশে ছিলেন দুই কিংবদন্তি সতীর্থ—ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স। বেঙ্গালুরু সমর্থকদের প্রিয় ‘হলি ট্রিনিটি’ আবার এক হলো মাঠে, আর কোহলির কাছে আইপিএল জয় হয়ে উঠল ১০ গুণ বেশি বিশেষ।
ম্যাচের আগেই গেইল সামাজিক মাধ্যমে ফাইনাল দেখতে ভারতে আসার কথা জানান। তবে ডি ভিলিয়ার্স ছিলেন একেবারে চুপচাপ। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে তাঁদের একসঙ্গে দেখা যায় ফাইনালের রাতে। ম্যাচ শেষে কোহলির সঙ্গে উদ্যাপনে যুক্ত হন এই দুই কিংবদন্তি।
গেইল ও ডি ভিলিয়ার্সের সঙ্গে কাটানো আরসিবির স্মৃতি স্মরণ করে কোহলি বলেন, “আমার সেরা সময় ওদের সঙ্গে কেটেছে। এই ট্রফি ওদেরও প্রাপ্য।” ডি ভিলিয়ার্সের উদ্দেশে তিনি আরও বলেন, “সে অবসরে যাওয়ার চার বছর পরও দলে তার প্রভাব এতটাই গভীর, যা ভাষায় প্রকাশ করা কঠিন।”
শেষ ওভারে সীমানার বাইরে দাঁড়িয়ে থাকা ডি ভিলিয়ার্সকে দেখে আবেগে চোখ ভিজে আসে কোহলির। গেইল তখন কোহলিকে জড়িয়ে বলেন, “১৮ বছর! কী সৌভাগ্য—তোমার জার্সি নম্বরও ১৮।”
এই জয়ের মুহূর্ত তাই শুধু কোহলির নয়, পুরো ‘হলি ট্রিনিটি’র অর্জন হিসেবেই স্মরণীয় হয়ে থাকল আইপিএলের ইতিহাসে।
