চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সেই একগুয়েমি সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে আগামী বছর অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল তার ইতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন প্রস্তাব দিয়েছে পিসিবি। সে প্রস্তাবে একটা শর্তও জুড়ে দিয়েছে বোর্ডটি। তারা জানিয়েছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য যেমন হাইব্রিড মডেলের ব্যবস্থা করা হচ্ছে, পরবর্তীতে ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে পাকিস্তানের জন্য একই ধরণের হাইব্রিড মডেলের ব্যবস্থা থাকতে হবে।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন একটা প্রস্তাব আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠাতে যাচ্ছে।
এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি বলেন, পাকিস্তানের ক্রিকেটের জন্য যেটা ভালো আমরা সেটাই করবো। যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির বেলায় ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করি তাহলে তা সমতার ভিত্তিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তানের সম্মান, তারপর অন্য কিছু। একপেশে ব্যবস্থা আর মেনে নেওয়া হবে না। আমরা ভারত সফরে যাব, তারা আমাদের দেশে আসবে না এটা আর হতে দেওয়া হবে না। যা কিছু হবে তা সমতার ভিত্তিতে হবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এ ব্যাপারে এখনো কোনো কিছু জানায়নি। তারা এ ব্যাপারে একবারেই চুপ রয়েছে।
পাকিস্তানের বর্তমান প্রস্তাবে ভারত বেশ জটিল পরিস্থিতির মুখে পড়েছে। কেননা সামনে বেশ কয়েকটি আইসিসি ট্রফির আয়োজক ভারত। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে ভারত। দুই বিশ্বকাপে ভারত যুগ্ম আয়োজক। ফলে এ দুই টুর্নামেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। ২০২৯ সালেল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তাছাড় আগামী বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপেরও আয়োজক ভারত।