হাইভোল্টেজ ম্যাচে রংপুরকে ১৯৮ রানের টার্গেট দিল বরিশাল

বিপিএলের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। হাইভোল্টেজ ম্যাচে রংপুরকে ১৯৮ রানের টার্গেট দিয়েছে তামিমের দল।

এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। ওপেনিং জুটিতে ১০.১ ওভারে ৮১ রান তুলে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৪১ রান করে কামরুল ইসলামের বলে ক্যাচ দেন তিনি।

এরপর দলীয় ৯০ রানের মাথায় ব্যক্তিগত ৪০ রান করে বিদায় নেন অধিনায়ক তামিম ইকবাল। তবে এদিন ব্যাট হাতে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজারি রানের ক্লাবে পৌঁছে যান তামিম। ৩৪ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৪০ রান করে বিদায় নেন তামিম। তবে এই ইতিহাস গড়তে তামিমের প্রয়োজন ছিল মাত্র ৯ রান।

এরপর তাওহিদ হৃদয় ২৩ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২ রান করে বিদায় নিলেও কাইল মায়ার্স ব্যাটিংয়ে ঝড় তোলেন। দুই সতীর্থকে হারিয়ে ফাহিম আশরাফকে নিয়ে ভয়ঙ্কর হয়ে উঠেন তিনি। তবে ফাহিত ৬ বলে এক বাউন্ডারি ও দুই ছক্কায় ২৯ রান করে বিদায় নেন।

তবে কাইল মায়ার্স ২৮ বলে এক বাউন্ডারি ও সাত ছক্কায় অপরাজিত ৬১ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান তোলে ফরচুন বরিশাল। বল হাতে রংপুরের হয়ে কামরুল ইসলাম রাব্বি ৩ ওভারে ৪৭ রানে নেন দুটি উইকেট।

Exit mobile version