সভারে খেলতে গিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বিকেএসপিতে চলতি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সাবেক দেশ সেরা এই ওপেনার।
এরপর দ্রুত ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হলেও পরবর্তী সময়ে পরিস্থিতির অবনতি হলে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সবশেষ খবর, তার হার্টের অবস্থা মূল্যায়নের জন্য এনজিওগ্রাম করা হচ্ছে।
তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রমেও। সোমবার (২৪ মার্চ) দুপুরে বিসিবির ১৯তম বোর্ডসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তামিমের সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা সভা বাতিল করে সরাসরি হাসপাতালে ছুটে যান।
তামিমকে দেখতে বিসিবির একাধিক পরিচালক এবং ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন। এদিকে তামিমের শারীরিক অবস্থার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থরা, ভক্তরা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।