হাথুরুর বিদায় চান বোর্ড সভাপতি

নাজমুল হাসান পাপন দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি পদ থেকে সরে গেলে তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়ে আলোচনায় সরব ছিলো দেশের ক্রিকেট। রব উঠেছিলো এই পদে আসার দৌড়ে ঢের এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। হয়েছেও তাই। আজ পাপনের পদত্যাগের পর নতুন বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন ফারুক।

এই দায়িত্বে আসার আগে বিভিন্ন গণমাধ্যমে ফারুক বলেছিলেন যে তিনি চন্ডিকা হাথুরুসিংহেকে জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরাবেন। আজ দায়িত্ব নিয়ে আবারো সেই দিকেই ইঙ্গিত দিলেন ফারুক।

হাথুরুর সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজব, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখব। এরপর বাকিদের সাথে আলাপ করব। সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেব। আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি।’

হাথুরুসিংহে অবশ্য আগেই তার ভবিষ্যত অনুমান করে ফেলেছেন। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমার কোনো ধারণাই নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’

Exit mobile version