হাথুরুসিংহের ভবিষ্যত অনিশ্চিত, বিসিবি খুঁজছে বিকল্প

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে বিসিবির পরিকল্পনা পরিবর্তনের কোনো লক্ষণ নেই। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাময়িক সফলতা পেলেও লঙ্কান এই কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, ‘হাথুরুর চুক্তি এখনও ৬ মাস বাকি আছে। সামনে আমাদের তিনটি সিরিজ রয়েছে। বিকল্প কোচ খোঁজা হচ্ছে, কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে শীঘ্রই ফলাফল দেখতে পাবেন।’

হাথুরুসিংহের সঙ্গে বিসিবির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। বিসিবি যদি তার আগেই কোচকে বিদায় করতে চায়, তাহলে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতনসহ প্রায় এক লাখ মার্কিন ডলার দিতে হবে, যা বোর্ডের জন্য একটি বিবেচ্য বিষয়।

হাথুরুসিংহে ২০১৭ সালে শ্রীলঙ্কার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ছেড়ে যান। তবে ২০২৩ সালে আবারও বিসিবি তাকে দায়িত্বে ফেরায়, যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়, বিশেষত তখনকার অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে তার দ্বন্দ্বের কারণে।

Exit mobile version