ভারতকে ভয় দেখিয়ে ১ পয়েন্ট নিয়ে আফসোস বাংলাদেশের

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। হাইভোল্টেজ ম্যাচে বহু সুযোগ হারিয়ে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরছে লাল সবুজের দল। ম্যাচটি গোল শুন্য ড্র হয়েছে।

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ঘাসের মাঠ খানিকটা পিচ্ছিল হওয়ায় ম্যাচের প্রথম মিনিটেই ভুল করে বসেন ভারতীয় গোলরক্ষক বিশাল কেইত। বল ঠিকমতো ক্লিয়ার তো করতে না পারেনই-নি, উল্টো বাংলাদেশের ফরোয়ার্ডের পায়ে বল তুলে দেন। মজিবুর রহমান জনি একেবারে ফাঁকা পোস্ট পেয়েও শট নিয়েছেন সাইড জালে।

বিস্তারিত আসছে……….

Exit mobile version