বিশ্ব ক্রিকেটে আর দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার এক ভয়ংকর ব্যাটারকে। হাইনরিখ ক্লাসেন হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে রীতিমতো চমকে দিলেন ক্রিকেটভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় ৩৩ বছর বয়সী এই ব্যাটার নিজের সিদ্ধান্ত জানান।
তিনি লিখেছেন, “আজকের দিনটি আমার জন্য খুব কষ্টের। অনেক ভাবনা-চিন্তা ও আত্মসমালোচনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতের জন্য এটা আমার ও আমার পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছি।”
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১২২ ম্যাচে ক্লাসেন করেছেন ৩২৪৫ রান। চারটি সেঞ্চুরি ও ১৬টি ফিফটির পাশাপাশি তাঁর ১২৬-এরও বেশি স্ট্রাইক রেট প্রমাণ করে কতটা বিধ্বংসী ছিলেন তিনি সাদা বলের খেলায়।
বিশেষ করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৬৭ বলে ১০৯ রানের ধ্বংসাত্মক ইনিংস এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে প্রোটিয়াদের তোলা ক্লাসেনকে দিয়েছিল কিংবদন্তি মর্যাদা। তাঁর মারকাটারি ব্যাটিং স্টাইল দেখে রমিজ রাজা তাঁকে বলেছিলেন “হালাকু খান”—ব্যাট হাতে ধ্বংসের প্রতিচ্ছবি।
তবে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি তালিকায় জায়গা না পাওয়া নিয়ে কিছুটা ক্ষোভ থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন অনেকে। আইপিএলে হায়দরাবাদের হয়ে ১৭৩ স্ট্রাইক রেটে ৪৮৭ রান করে নিজের ফর্ম প্রমাণ করেছিলেন ক্লাসেন। তবুও, আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না এই ‘ফিনিশিং মাস্টার’ কে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















