হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ্য বলে জানা গিয়েছে। হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকেলে মৃত্যুঞ্জয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোষ্টে বিষয়টি জানানো হয়েছে।
পোষ্টটিতে জানানো হয়েছে, “মোহাম্মদ মৃত্যুঞ্জয় বেশ কিছু দিন ধরে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে। এডমিন। “
চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলার কথা ছিলো জাতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডারের। তবে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে মাঠে দেখা যায়নি তাঁকে।
এর আগে ২০২২ সালে বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার জন্ম দেন মৃত্যুঞ্জয়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নেমেই পরপর তিন বলে সিলেট সিক্সার্সের তিন ব্যাটার এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত এবং রাভি বোপারার উইকেট তুলে নেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















