হোয়াইটওয়াশ এড়াল দক্ষিণ আফ্রিকা

টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল আফগানিস্তান। ফলে তৃতীয় ম্যাচটি ছিল আফগানদের জন্য নিয়ম রক্ষার লড়াই। অন্যদিকে দক্ষিন আফ্রিকার জন্য ছিল লজ্জা এড়ানোর ম্যাচ।

অবশে চমৎকার বোলিংয়ে আফগানিস্তানকে অল্পে গুটিয়ে দেওয়ার পর এইডেন মার্করামের ফিফটিতে বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দ. আফ্রিকার জয় ৭ উইকেটে।

রোববার রাতে শারজাহতে ১৭০ রানের লক্ষ্য ১০২ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। তবে আগের ম্যাচে জন্মদিনে পাঁচ উইকেট নিয়ে জয়ে বড় অবদান রাখা রাশিদ খান হ্যামস্ট্রিংয়ের সমস্যায় শেষ ম্যাচে খেলতে পারেননি। বিশ্রাম দেওয়া হয় প্রথম ম্যাচের নায়ক বাঁহাতি পেসার ফাজাল হাক ফারুকিকে।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৩৪ ওভারে ১৬৯/১০
দক্ষিণ আফ্রিকা: ৩৩ ওভারে ১৭০/৩
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী আফগানিস্তান

ম্যান অব দা ম্যাচ: রাহমানউল্লাহ গুরবাজ

ম্যান অব দা সিরিজ: রাহমানউল্লাহ গুরবাজ

Exit mobile version