পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে তারা সফরকারী অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে।
অস্ট্রেলিয়ার আমন্ত্রণে আগে ব্যাট হাতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৭০ রান করেছিল। জবাবে অস্ট্রেলিয়া ৩ ওভার ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।
ম্যাচে একমাত্র হাফ সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ের। কিন্তু জয়ের হাসি হাসতে পারেননি। তার হাফ সেঞ্চুরির পাশাপাশি শেরফেন রাদারফোর্ড কিছুটা আলো ছড়িয়েছিলেন। খেলেছিলেন আক্রমণাত্মক এক ইনিংস। মাত্র ১৭ বলে করেছিলেন ৩৫ রান। কম আক্রমণাত্মক ছিল না হেটমায়েরের ইনিংসটি। ৩১ বলে ৫২ রান করতে তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরেছিলেন তিনি। তাদের এই দুই ইনিংসের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ লড়াকু স্কোর দাঁড় করায়। কিন্তু অস্ট্রেলিয়ার সংঘবদ্ধ লড়াইয়ের কাছে তাদের এ লড়াই ম্লান হয়ে যায়।
অস্ট্রেলিয়ার কেউ হাফ সেঞ্চুরি করেনি, এমনকি ধারেকাছেও যায়নি। কিন্তু ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল ওয়েন ও অ্যারন হার্ডির ইনিংসগুলো ছিল কার্যকর। গ্রিন করেছেন ১৮ বলে ৩২ রান। ডেভিড ও ওয়েন খেলেছেন ঝড়ো ইনিংস। ডেভিড ১২ বলে ৩০ ও ওয়েন ১৭ বলে ৩৭ রান করেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন হার্ডি।
বল হাতে সফল ছিলেন আকিল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের এ বোলার ১৭ রানে ৩ উইকেট পান। সম সংখ্যক উইকেটের দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার বেন ডোয়ারসুইস।
