আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। শারজায় আফগানদের দেওয়া ১৫২ রান বাংলাদেশ টপকেছে ৮ বল ও ৪ উইকেট হাতে রেখেই। এ জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়ন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। এদিন তানজিদ হাসান ও পারভেজ হোসেনের উদ্বোধনী জুটিতেই উঠেছে ১০৯ রান। দুজনই করেছেন ফিফটি। অবশেষে দলীয় ১০৯ রানের মাথায় পারভেজ হোসেন ইমন এলবিডাব্লিউর হয়ে বিদায় নেন। এরপর ৯ রানের মধ্যে ছয় উইকেট হারায় বাংলাদেশ।
সাইফ হাসান শূন্য, তানজিদ হাসান তামিম ৩৭ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৫৪ রানে। জাকের আলী ৬, শামীম হোসেন শূণ্য ও দলীয় ১১৮ রানে তানজিদ হাসান সাকিবও বিদায় নেন শূণ্য রানে। তবে দলের বিপদে অভিজ্ঞ নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনকে নিয়ে দারুণ ব্যাটিং উপহার দেন। শেষ পর্যন্ত সোহান ১৩ বলে অপরাজিত ২৩ ও রিশাদ হোসেন ৯ বলে অপরাজিত ১৪ রান করেন। বল হাতে আফগান অধিনায়ক রশিদ খান ৪ ওভারে ১৮ রান দিয়ে একাই নেন চার উইকেট।
এর আগে শারজায় টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগান দুই ওপেনার। তবে ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেট এনে দেন নাসুম আহমেদ। তাঁর স্পিনে ১৫ রান করে বোল্ড ইব্রাহিম। পঞ্চম ওভারে বোলিংয়ে এসেই তানজিম হাসান সাকিব সেদিকুল্লাহ আতালের উইকেট নেন। ১২ বলে ১০ রান করে ইমনের হাতে ক্যাচ দেন তিনি।
দলীয় ৩১ রানে মোস্তাফিজের বলে রান আউট ডারইউস রাসূলী। ২ বলে শূন্য রান! পাওয়ার প্লের ছয় ওভারে আফগানদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৩। এবার আফগান শিবিরে আঘাত হানেন স্পিনার রিশাদ হোসেন। ৪ বলে ১ রান করে শামীম হোসেনের হাতে ক্যাচ দেন মোহাম্মদ ইশহাক।
৮ ওভার শেষে ৪ উইকেটে আফগানিস্তান তোলে ৪৫ রান। এরপর রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন আজমতউল্লাহ ওমরজাই। তবে ১২তম ওভারে বোলিংয়ে এসে তাদের ৩৩ রানের জুটি ভেঙেন রিশাদ হোসেন। ওমরজাই ১৮ বলে ১৮ রান করেন।
দলের বিপদে ব্যাটিংয়ে ঝড় তোলেন মোহাম্মদ নবী। তার আগেই অবশ্য গুরবাজকে ফেরান সাকিব। ৩১ বলে ৪০ রান করা ওপেনার গুরবাজ বিদায় নেন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে। ১৪.৫ ওভারে ৬ উইকেটে আফগানদের রান তখন ৯৫। এবার নবীকে বিদায় করেন তাসকিন ছক্কার আশায় রিশাদের হাতে ক্যাচ তুলে দেন নবী।
২৫ বলে এক বাউন্ডারি ও চার ছক্কায় ৩৮ রান করেন ৪০ বছর বয়সী এই আফগান তরকা। শেষ পর্যন্ত শরফুদ্দিন আশরাফ ১২ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তোলে আফগানরা। বল হাতে রিশাদ, তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নেন। এছাড়া তাসকিন,নাসুম ও মোস্তাফিজ একটি করে উইকেট নেন। একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান : ১৫১/৯ (২০ ওভারে )
বাংলাদেশ : ১৫৩/৬ (১৮.৪ ওভারে )
ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















