শততম টেস্টে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক – ১০০ তে ১০০
১০০ তে ১০০ পেলেন মুশফিক । বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। এবার নিজের ১০০তম টেস্টে খেলতে নেমে ১০০ রান করে ইতিহাস গড়লেন এই ব্যাটার। বৃহস্পতিবার এক রান পূর্ণ করে সেঞ্চুরির ইতিহাস গড়েছেন তিনি।
দ্বিতীয় দিন শেষে মুশফিক ৯৯ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ সকালে ১ রান নিয়ে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন মুশফিক।
বুধবার মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রান। মুশফিকুর রহিম শততম টেস্টে ৯৯ রান করে অপরাজিত আছেন। আর লিটন দাস অপরাজিত ৪৭ রানে। প্রথম দিন বিদায় নেন ওপেনার সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৫। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন একাই ৪ উইকেট নিয়েছেন ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















