যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারিয়ে প্রবল সমালোচনার মুখে অবশেষে জয়ের মুখ দেখলো বাংলাদেশ ক্রিকেট দল। ৯ উইকেটে স্বাগতিকদের করা ১০৪ রান ৫০ বল ও ১০ উইকেটে হাতে রেখেই টপকে যায় সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটি।
ম্যাচে বাংলাদেশের পক্ষে সেরা টি-টোয়েন্টি বোলিং করে ১০ রানে ছয় উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। আর এই ম্যাচে এক উইকেট তুলে নিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান।
টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করা বাংলাদেশ এদিন টার্গেট পায় মাত্র ১০৫ রান। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। তানজিদ ৫৮ ও সৌম্য ৪৩ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকে এসেছে ৭ রান।
প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্র আগের দুই ম্যাচের আত্নবিশ্বাস থেকে শুরুতে বাংলাদেশের ওপর চড়াও হয়েছিলো।
উদ্বোধনী জুটিতে ৪৬ রান তোলেন শায়ান জাহাঙ্গির ও আন্দ্রিয়েস গাউস। ৫ম ওভারের শেষ বলে ২৭ রান (১৫ বলে) করা গাউসেকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব।
পরের ওভারেই ১৮ রান করা শায়ানকে ফেরান মোস্তাফিজ। উদ্বোধনী জুটির বিদায়ের পর পরের দিকের ব্যাটাররা আর সুবিধা করতে পারেননি।
