১০ বছর পর বিশ্বকাপে নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস ক্রিকেট দল

আর চারদিন পরেই ভারতের মাটিতে পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। ইতিমধ্যেই দলগুলো ভারতের মাটিতে পা রেখেছে। এর মধ্যে নেদারল্যান্ডসের কথা না বললেই না। দীর্ঘ ১০ বছর পর বিশ্বকাপে জায়গা হয়েছে তাদের।

স্বাগতিক ভারতসহ সেরা আটদল সরাসরি ২০২৩ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। আইসিসি’র সেরা আটে সে সময় যায়গা হয়নি দুই বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার। বাছাইপর্বে উৎরে আসতে গিয়ে শক্ত পরীক্ষা দিতে হয়েছিলো ডাচদের।

এবারের আসরে ডাচদের হয়ে ইনিংস ওপেন করতে দেখা যাবে বিক্রমজিত সিং এবং ম্যাক্স ও’ডাউড কে। দলকে ভালো একটা শুরু এনে দেওয়ার দায়িত্ব এই ওপেনারদের।

এবারের ডাচ দলটাকে সার্বজনীন দল বললেও ভুল হবে না। যেখানে সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর সমন্বয় ঘটেছে। মূলত নেদারল্যান্ডসের এই দলটা সৌখিন ক্রিকেটারদের নিয় গড়া। কিন্তু শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস বাছাইপর্ব উৎরে আসায় বিদায় নিতে হয়েছে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। অথচ দলটার খেলোয়াড়রা থাকেন মারকাটারি ক্রিকেট হিসেবে পরিচিত টি-টোয়েন্টির বাজারে দামী ক্যাটাগরিতে।

নেদারল্যান্ডস সর্বশেষ বিশ্বসেরার আসরে ছিলো ২০১১ সালে। এশিয়ার তিন আয়োজকের একটা ছিলো বাংলাদেশ। ওই আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিলো মহেন্দ্র সিং ধোনীর ভারত।

Exit mobile version