১১৯ রানে গুটিয়ে গেলো ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ

তিনটি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও হারিস রউফ

১২তম ওভারের দ্বিতীয় বলে চতুর্থ উইকেট হারায় ভারত। সেখান থেকে ১৯ ওভার শেষে ১১৯ রানে গুটিয়ে গেলো রোহিত শর্মার দল। মূলত নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে গুড়িয়ে গেলো ভারত। নাসিম ও হারিস তিনটি করে উইকেট নিয়েছেন। আমির নিয়েছেন দুইটি। আর শাহিন আফ্রিদির দখলে গেছে ডেঞ্জারম্যান রোহিত শর্মার উইকেট।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ভারতীয় ক্রিকেট দলকে শুরুতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শাহিন শাহ আফ্রিদির করা প্রথম ওভারে ৮ রান নিয়ে বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু এক ওভার পরই বৃষ্টির কারণে আবার খেলা বন্ধ হয়ে যায়।

খেলা শুরুর পরই শুরু হয় পাকিস্তানী পেসারদের তাণ্ডব। শুরুটা করেন নাসিম শাহ। বাউন্ডারি মেরে শুরু করলেও উসমান খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভিরাট। প্রথম ওভারে রোহিতের ব্যাটে ছক্কা হজম করা শাহিন আফ্রিদি নিজের দ্বিতীয় ওভারে রোহিতকে তিনটি বল ডিফেন্স করতে বাধ্য করান। কিন্তু চতুর্থ বলটা আর ঠিকমতো খেলতে পারেননি ভারতীয় অধিনায়ক। দলকে বিপদে ঠেলে ফিরলেন ১৩ রান করে।

সদ্যই আইপিএল খেলে আসা লম্বা ভারতীয় ব্যাটিং লাইন আপের জন্য দুই ওপেনার বিদায় নেয়া বড় কোন ঘটনা ছিলো না। অনেকটা সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পন্ত ও অক্সার প্যাটেল। তৃতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়ে প্যাটেল নাসিম শাহ এর দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন।

৫৮ রানে তৃতীয় উইকেট হারানো ভারত ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রানের জুটি পায় পন্ত ও সূর্যকুমার যাদবের ব্যাটে। অবশ্য এই সময় যাদব ছিলেন অনেকটা দর্শকের ভূমিকায়। মারমুখি ব্যাটিং করেছেন কেবল পন্ত। ৮ বলে ৭ রান যাদবের আউটের সময় ভারতের সংগ্রহ ছিলো চার উইকেটে ৮৯ রান। সেখান থেকে দলীয় ৯৫ ও ৯৬ রানে যথাক্রমে নাসিম শাহ ও মোহাম্মদ আমিরের ওভারে আউট হন শিভাম ও পন্ত।

আমিরের করা ১৫তম ওভারের প্রথম ডেলিভারিতে পন্ত আউট হওয়ার পর উইকেটে এসে গোল্ডেন ডাক মারেন রভীন্দ্র জাদেজা। ৯৬ রানে ৭ম উইকেট হারানো দলটা শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১১৯ রানে।

Exit mobile version