ব্রিসবেনে চলমান গ্যাবা টেস্টে অনবদ্য রেকর্ড গড়েছেন জাসপ্রিত বুমরাহ। টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে আজ অস্ট্রেলিয়ার দুর্গে প্রথম আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ। অজিদের প্রথম ৬টি উইকেটের পাঁচটি উইকেট নিয়ে নাম লেখালেন ইতিহাসে। টেস্টে ইনিংসে অন্তত ৫টি উইকেট নেওয়ার রেকর্ড করলেন এই নিয়ে দ্বাদশবার।
গতকাল খেলা হয়েছিল মাত্র ১৩.২ ওভারে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর কয়েক মিনিট পরেই ১৬.১ ওভারে অজিদের ওপেনিং জুটি ভাঙেন বুমরাহ। উসমান খোয়াজাকে ফেরান ২১ রানে। এরপর নাথান ম্যাকসুইনিকে (৪৯ বলে ৯) আউট করেন । এরপরই ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের দাপটে দ্বিতীয় সেশনে ভারত একটিও উইকেট তুলতে পারেনি। লাঞ্চের আগে বুমরাহর পাশাপাশি একটি উইকেট পেয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। তৃতীয় সেশন শুরু হবার পরে তিন ওভারের মধ্যে তিনটি উইকেট তুলে নিয়ে পাঁচটি উইকেট নিজের নামে নিশ্চিত করেন বুমরাহ।
অস্ট্রেলিয়ার ইনিংসের ৮৩তম ওভারের শেষ বলে স্টিভ স্মিথকে প্যাভিলিয়নে পাঠান ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। স্মিথ ১৯০ বলে ১০১ রান করেন। এরপর ৮৭তম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে আরও দুটি উইকেট নেন বুমরাহ।
অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত দশম টেস্ট খেলা চলমান বুমরাহর। এই নিয়ে তিনবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। চলতি বছর টেস্টে এখনও অবধি বুমরাহ নিয়েছেন ৫৮টি উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চারবার।